সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রবল বৃষ্টিপাতে ১৫ জনের মৃত্যু গুয়েতেমালায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

গুয়েতেমালায় মে মাসের শুরু থেকে অব্যাহত প্রবল বৃষ্টিপাতের কারণে এক ডজনের বেশি কাদামাটি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা সোমবার এ কথা জানান। গুয়েতেমালার প্রাকৃতিক দুর্যোগ প্রশমন সমন্বয় অফিস জানায়, নিহত ১৫ জনের মধ্যে এক নারী ও তার ৬ সন্তানের পাশাপাশি দুটি আদিবাসী গ্রামের নাবালক তিন ভাই রয়েছেন। প্রবল বাতাসের সাথে বৃষ্টির কারণে মধ্য আমেরিকার দেশটির বিশাল এলাকাজুড়ে ভ‚মিধস, বন্যা এবং অবকাঠামো ভেঙে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রশমন সমন্বয় অফিস বলেছে, ৯৩০টি ঘরবাড়ির পাশাপাশি ৮টি স্কুল, ৭টি ব্রিজ এবং ৮০টির বেশি সড়ক ধসে গেছে। বেশির ভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় আদিবাসী লোকরা বসবাস করে, প্রাকৃতিক বিপর্যয়ে এই আদিবাসী স¤প্রদায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুয়েতেমালার ১ কোটি ৭০ লাখ লোকের ৬০ শতাংশই দরিদ্র জীবনযাপন করে, গত বছর বৃষ্টির কারণে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দ্য সান ডেইলি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন