শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমরা ভাবতেও পারতাম না : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের সময়ে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হলে পাস করিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কথা তারা ভাবতেও পারতেন না। বৃহস্পতিবার দক্ষিণেশ্বরের মন্দিরে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধনের সময় মমতা বলেন, ফেল করেছি, অথচ আমাকে পাস করাতে হবে। এ কেমন কথা? কখনো শুনিনি এমন। আমাদের সময়ে এটা আমরা ভাবতেও পারতাম না। আসলে যারা তাদের নির্দেশনা দিচ্ছে, এটা তাদের দোষ। পশ্চিমবঙ্গে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার মাধ্যমিকের চেয়েও বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্মকর্তারা জানান, যারা অকৃতকার্য হয়েছেন, তারা কোনোভাবেই পাসের যোগ্য নন। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব জানান, এবার প্রতিটি বিভাগে অনেক বেশি প্রশ্ন ছিল। ফলে প্রশ্ন বাছাইয়ের সুযোগও ছিল অনেক বেশি। যারা অকৃতকার্য হয়েছেন, তাদের বেশ কয়েকজনের খাতা পুনরায় দেখা হয়েছে। চিরঞ্জীবের দাবি, অকৃতকার্য পরীক্ষার্থীরা যে নম্বর পেয়েছেন, সেই নম্বরও অনেক সহানুভূতির সঙ্গে দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন, গত বছর করোনা পরিস্থিতি ছিল। সেই সময় শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। কিন্তু সেই পরিস্থিতিকে স্ট্যান্ডার্ড বলে ধরা হবে বলে যারা ভাবছে, তারা ভুল ভাবছে। এখন স্বাভাবিক পরীক্ষা ব্যবস্থায় আমরা ফিরতে চাইছি। সেখানে সবাই পাস করবে, এমন আশা করা যায় না। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন