ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহর লক্ষ্য করে রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল। তুলনামূলকভাবে ওই অঞ্চল কয়েক মাস ধরে শান্ত থাকার পর অশান্ত হয়ে উঠল। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গাজায় কৃষি জমিতে ইসরাইলি হামলা চালানো হয়। তবে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেট হামলার জবাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিমান গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হেনেছে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন