আফগানিস্তানের রাজধানী কাবুল শনিবার সকালে দুটি বিস্ফোরণে কেঁপে উঠেছে। একটি গুরুদুয়ারার (শিখ ধর্মের উপাসনালয়) কাছে একটি ব্যস্ত সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় একাধিক গুলির শব্দও শোনা গেছে বলে সূত্র নিশ্চিত করেছে। গুরুদুয়ারায় কমপক্ষে ১৬ জন পুণ্যার্থী ছিল বলে জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা এখনও জানা যায়নি। এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং এ কারণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। আফগানিস্তানের টোলো নিউজ টুইট করে বলেছে, ‘কাবুল শহরের কার্তে পারওয়ান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার ধরন এবং হতাহতের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। ’ সর্বশেষ ১১ জুন কাবুলে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন