শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পানি সংকটে ৪শ কোটি মানুষ

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ বা ৪০০ কোটি লোক প্রকট পানি সংকটে রয়েছে। এই জনগোষ্ঠীকে বছরে অন্তত একমাস বিশুদ্ধ পানির তীব্র অভাবে কাটাতে হয়, যাদের বাস বিশেষত ভারত ও চীনে। সংকটে আছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নাইজেরিয়ার কিছু মানুষও। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় এ কথা জানানো হয়। গবেষণা প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সায়েন্স অ্যাডভান্সেস নামে একটি জার্নালে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বরাত দিয়ে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তীব্র পানি সংকটে থাকা ৪০০ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশির বসবাস ভারত ও চীনে। বাকি জনগোষ্ঠীর বাস বাংলাদেশ, যুক্তরাষ্ট্র (দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য), পাকিস্তান ও নাইজেরিয়ায়। পুরো ৪০০ কোটির মধ্যে আবার অর্ধশত কোটি লোক পুরো বছরই বিশুদ্ধ পানির অভাবে থাকে, যাদের বেশিরভাগের বাস ভারত ও পাকিস্তানে। প্রায় একশ কোটি আবার তিন মাস পর্যন্ত পানি সংকটে ভোগে। প্রতিবেদন মতে, সউদি আরব ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও পানি সংকট দেখা যাচ্ছে। সেখানকার কিছু অঞ্চলের সংকট পুরো জাতিকে ভোগাচ্ছে। আর এতে বিশ্বের এই অংশটুকু চরম বিপদসংকুল পরিস্থিতিতে চলে যাচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন