শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বজ্রপাতে একদিনে ভারতে নিহত ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০৩ এএম

খারাপ আবহাওয়া ও এর জেরে বজ্রপাতে ভারতে একদিনে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক বিহার রাজ্যেই মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যাতেও রোববার ঘটেছে প্রাণহানির ঘটনা। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে একাধিক রাজ্য। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট। পিটিআই জানিয়েছে, শুধুমাত্র বিহারে গত শনিবার রাত থেকে বজ্রপাত এবং বজ্রঝড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পৃথক আটটি জেলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এর মধ্যে ভাগলপুর জেলা থেকে ছয়জন, বৈশালী থেকে তিনজন, বাঁকা ও খাগরিয়া থেকে যথাক্রমে দুইজন এবং মুঙ্গের, মাধেপুরা, কাটিহার এবং সহরসা থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বজ্রপাত এবং বজ্রঝড়ে এতো মানুষের মৃত্যুর ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের জন্য তাদের নিকটাত্মীয়কে ৪ লাখ টাকা রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণাও দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে ৫২টি ছাগলও মারা গেছে রাজ্যটিতে। সংবাদমাধ্যম বলছে, ২২ বছর বয়সী চিন্তামণি ধনকড় নামে একজন রাখাল তার ছাগলের পাল-সহ ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার সহসপুর গ্রামের কাছে বজ্রপাতে মারা যান। পিটিআই, দ্য কুইন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন