শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পেট্রোল শেষ হতেই পাথরবৃষ্টি শ্রীলঙ্কায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০২ এএম

বিদেশী মুদ্রার ভাণ্ডার কার্যত তলানিতে এসে ঠেকেছে। আর্থিক অভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কট চরমে। তার জেরে নিত্যদিন দেশের নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন নাগরিকেরা। তবে গত কাল রাতে যে পরিস্থিতি তৈরি হলো, তা কার্যত নজিরবিহীন। একটি পাম্পে জ্বালানি (পেট্রোল, ডিজেল) সংগ্রহের জন্য ভিড় জমিয়েছিলেন বহু নাগরিক। কিন্তু পেট্রোল শেষ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে গুলি চালাতে বাধ্য হয় শ্রীলঙ্কার সেনা। কলম্বো থেকে উত্তরে ৩৬৫ কিলোমিটার দূরে বিসুভামাডু অঞ্চলের ঘটনা। শনিবার রাত থেকেই জ্বালানি সংগ্রহে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। সেই সময়েই প্রমাদ গুণছিলেন অনেকে। সেনার মুখপাত্র নিলান্ত প্রেমরত্নে জানিয়েছেন, সেখানে হঠাৎ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ২০-৩০ জনের একটি দল পাথর ছুড়তে শুরু করে। ক্ষতিগ্রস্ত হয় সেনার একটি ট্রাক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে সেনা। পুলিশ সূত্রে খবর, সেনার তরফে গুলি চালানো শুরু হতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় চারজন সাধারণ নাগরিক এবং তিনজন সেনা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই পাম্পটিতে পেট্রোল শেষ হয়ে গিয়েছিল। তার পরেই মোটরবাইকের আরোহীরা প্রতিবাদ শুরু করেন। সেখান থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন