শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মালিতে ২০ জনকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০২ এএম

মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৪ বলে জানিয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। বলেন, আনচাওয়াদজের পরিস্থিতি উদ্বেগজনক। আবারো সহিংসতা হতে পারে, এই ভয়ে অনেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এদিকে এ ঘটনার পর রোববার জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। জাতিসংঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান। এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান। প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছেন। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন