মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৪ বলে জানিয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। বলেন, আনচাওয়াদজের পরিস্থিতি উদ্বেগজনক। আবারো সহিংসতা হতে পারে, এই ভয়ে অনেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এদিকে এ ঘটনার পর রোববার জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। জাতিসংঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান। এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান। প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছেন। ডেইলি সাবাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন