প্রশ্নের বিবরণ : জিকির/তাছবিহ পড়ার সময় সালামের জ্ববাব না দিলে গুনাহ হবে কি?
উত্তর : মনে মনে হলেও জবাব দিয়ে ফেলবে। মনযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে মুখে জবাব না দিয়ে নিরবতা বা ইশারায় দিলেও চলবে। বিশেষ জরুরী কাজে মগ্ন থাকাবস্থায় সালামের জবাব স্পষ্ট ও মৌখিকভাবে না দিলে গোনাহ হয় না। বরং এসব ক্ষেত্রে মানুষকে শুনিয়ে সালাম না দেওয়াই উত্তম। যেমন, তেলাওয়াত, জিকির, পড়াশোনা ও ধ্যানমগ্ন অবস্থায় কাছে যাওয়া, সালাম দেওয়া বা কথা বলা জরুরী মনে করা হয়নি। এসব অবস্থায় বরং মানুষকে একা থাকতে দেওয়া বা মনোসংযোগ নষ্ট না করা উত্তম। এসব শরীয়তে আদব।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন