মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাবা হলেন ৮৩ বছরের আর্জেন্টাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০২ এএম

আর্জেন্টিনার এক প্রবীণ ব্যক্তি ৮৩ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। আলবার্তো করমিলট নামক ওই ব্যক্তি ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা ৩৫ বছর বয়সী এস্তেফানিয়া পাসকুইনি। তাদের সন্তানের নাম রাখা হয়েছে এমিলিও। ৮৩ বছর পেরিয়েও নিজের বয়স নিয়ে বেশি ভাবতে নারাজ আলবার্তো। তার সাফ কথা- কেউই চির দিন বেঁচে থাকে না। কিন্তু যত দিন তিনি বাঁচবেন, তত দিন স্ত্রী-সন্তানকে সঙ্গ দিতে চান, বাঁচতে চান হই-হুল্লোড় করে। আগের স্ত্রীর সঙ্গে আলবার্তোর দুই ছেলে রয়েছে। এছাড়া রয়েছে তিন নাতনি। ২০১৭ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। পেশায় আলবার্তো অত্যন্ত খ্যাতনামা একজন পুষ্টিবিদ। বিশ্বজুড়ে বহু বিজ্ঞান সাময়িকীতে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশ হয়েছে। আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড নিউট্রিশন-এর প্রতিষ্ঠাতা তিনি। ৫০টিরও বেশি বই লিখেছেন আলবার্তো। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে সামলেছেন মন্ত্রিত্বও। সে দেশের টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ২০১৯ সালে তিনি সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন। মিরর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন