শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানকে ৭৫ লাখ ডলারের ত্রাণ দিচ্ছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০২ এএম

দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ৭৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের মানবিক ত্রাণ পাঠাবে চীন। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, মানবিক ওই ত্রাণের মধ্যে তাঁবু, তোয়ালে, বিছানা এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য সমাগ্রী রয়েছে। গত বুধবার প্রথম প্রহরের দিকে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বের পাকতিয়া প্রদেশ।ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। গত বছর অগাস্টে অভ্যুত্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে বরাদ্দ বেশিরভাগ আন্তর্জাতিক তহবিল স্থগিত হয়ে যায়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক ব্যাংকগুলো বেশ সতর্ক অবস্থায় থাকায় জাতিসংঘের সংস্থা এবং বিভিন্ন দাতা সংগঠন ত্রাণ কার্যক্রমের জন্য অর্থ পাঠাতে হিমশিম খাচ্ছে। এদিকে, ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বের কাছে আরো ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান প্রশাসন। পাকতিয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আমেন হোজিফা বলেন, ‘‘আমরা সব মানবিক সংগঠনকে এখানকার মানুষের জন্য সাহায্য পাঠানোর আহ্বান জানাছি।” বুধবার ভোররাতের আগে দিকে যখন ভূমিকম্প হয় তখন মানুষ ঘরে ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা বেশি হয়েছে। শুক্রবার ভূমিকম্পের পরাঘাতে আবারও কেঁপে উঠে আফগানিস্তান। এদিনেও পাঁচজন নিহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। দুর্গত এলাকায় খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় তাদের খোলা আকাশের নিচে থাকতে হছে। সেখানে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে সরাসরি আন্তর্জাতিক সহায়তা আসার পথ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। দুই দশকের যুদ্ধে বিধ্বস্ত দেশটির নাজুক অর্থনীতি ওই চাপ সহ্য করতে না পেয়ে আগেই ভেঙ্গে পড়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন