শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সবচেয়ে বড় ব্যাকটেরিয়া খালি চোখেই দেখা যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০২ এএম

নতুন একটি ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, আকারে যেটি চোখের পাপড়ির সমান। তাই খালি চোখেই সেটি দেখা যায়। সিএনএন জানায়, ‘জার্নাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলেছেন বিজ্ঞানীরা। ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে ‘থিওমারগারিটা ম্যাগনিফিকা’ প্রজাতির এ ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আকারে ব্যতিক্রম এ ব্যাকটেরিয়াটির গড় কোষের দৈর্ঘ্য ৯ হাজার মাইক্রোমিটারের বেশি। বেশিরভাগ ব্যাকটেরিয়ার কোষের দৈর্ঘ্য দুই মাইক্রোমিটারের মত হয়। যদিও বড়গুলি ৭৫০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। নতুন ব্যাকটেরিয়াটি ঠিক কতটা বড় তা বোঝাতে যুক্তরাষ্ট্রের সমুদ্র জীববিজ্ঞানী এবং বিজ্ঞানী জ্যঁ-ম্যারি ভল্যাদঁ বুধবার সিএনএনকে বলেছেন, ‘‘এই ব্যাকটেরিয়াটি অন্য প্রজাতির ব্যাকটেরিয়া থেকে কতটা বড় সেটা বোঝাতে আমরা বলতে পারি, এটা মাউন্ট এভারেস্টের সমান লম্বা একজন মানুষ খুঁজে পাওয়ার মত।” সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন