সন্ত্রাসীদের হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন মেক্সিকোতে । এ ঘটনায় আহত হয়েছেন আরও চার কর্মকর্তা। স্থানীয় সময় রবিবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। এতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলশের ওপর অতর্কিত এই হামলা চালায়। নুয়েভো লিওন প্রদেশের পুলিশ বলেছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল। পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় অফিসাররা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে। এপি, নিউ ইয়র্ক টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন