শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৫শ’ ধনী ১.৪ ট্রিলিয়ন ডলার ছয় মাসে হারালেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক ৬২ বিলিয়ন ডলার হারিয়েছেন। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোস ই-কমার্সের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমাজনডটকম সারা বিশ্বে ওয়েবের বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। সেই তিনিও ৬৩ বিলিয়ন ডলার ক্ষতি হজম করলেন। মার্ক জাকারবার্গের মোট সম্পদ অর্ধেকেরও বেশি কমে গেছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ২০২২ সালের প্রথম ছয় মাসে ১.৪ ট্রিলিয়ন ডলার খুইয়েছেন। গত দুই বছরের তুলনায় এটি চরম অবনতি। ব্লুমবার্গ জানিয়েছে, তার পরেও টেসলার সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট অর্থের পরিমাণ ২০৮.৫ বিলিয়ন ডলার। আমাজনের জেফ বেজোস ১২৯.৬ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। বিশ্বের ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১২৮.৭ বিলিয়ন ডলার। এর পরেই রয়েছেন বিল গেটস; তার সম্পদ রয়েছে ১১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন