বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেলুনের মাধ্যমে করোনা সংক্রমণের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

উত্তর কোরিয়া দেশে করোনার প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো বেলুনকে দায়ী করেছে। কর্তৃপক্ষের দাবি, উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সীমান্তে বেলুন উড়িয়ে এই মহামারির প্রাদুর্ভাব ঘটিয়েছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। বিশ্বে করোনা মহামারি শুরুর দুই বছরের মধ্যে উত্তর কোরিয়া দাবি করেছিল, সেখানে করোনার কোনো সংক্রমণ নেই। শেষ পর্যন্ত গত ১২ মে কর্তৃপক্ষ প্রথম সংক্রমণের কথা স্বীকার করে। শুক্রবার দেশটির চার হাজার ৫৭০ জনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা গেছে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ৪৭ লাখ ৪০ হাজার জনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা গেছে। শনাক্ত কিটের অভাবের কারণে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ করোনায় আক্রান্তের সংখ্যার পরিবর্তে জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করে। কেসিএনএ জানিয়েছে, এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় জেলায় ১৮ বছরের এক সেনা ও পাঁচ বছরের এক শিশু ‘অজ্ঞাত বস্তু’ স্পর্শ করেছিল। পরে তাদের দেহে করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থাটি বলেছে, ‘তাদের মাধ্যমে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে এবং ওই এলাকায় প্রথমবারের মতো এক দলের লোকের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন