গত জুনে তুরস্কের রফতানি হয়েছে ২ হাজার ৩৪০ কোটি ডলার, দেশটির ইতিহাসে যা সর্বোচ্চ। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী মেহমেত মুসের প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরজুরাম প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, গত জুনে তুরস্কের রফতানি ২০২১ সালের একই মাসের চেয়ে ১৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। রফতানি বৃদ্ধিতে গত বছর নেয়া সরকারি পদক্ষেপের ফল পেতে শুরু করেছে বলে জানান মুস। চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের রফতানি দাঁড়িয়েছে ১২ হাজার ৬০০ কোটি ডলার। জুনে তুরস্কের আমদানি হয়েছে ৩ হাজার ১৬০ কোটি ডলার। গত বছরের চেয়ে তা বেড়েছে ৩৯ দশমিক ৬ শতাংশ। মোট আমদানির ৮১০ কোটি ডলার ছিল জ্বালানি। বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, গত মাসে দেশটির বৈদেশিক বাণিজ্য ২৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ কোটি ডলার। তুরস্কের বৃহত্তম রফতানি গন্তব্য ছিল জার্মানি যেখানে ১৯০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ ১৬০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ইরাকে রফতানি হয়েছে ১২০ কোটি ডলারের পণ্য। রাশিয়া থেকে সর্বোচ্চ পণ্য আমদানি করেছে তুরস্ক। দেশটি থেকে তাদের পণ্য আমদানি হয়েছে ৫৬০ কোটি ডলারের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চীন ও জার্মানি থেকে পণ্য আমদানি হয়েছে যথাক্রমে ৩৭০ কোটি ও ২০০ কোটি ডলার। আনাদোলু এজেন্সি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন