বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের জনমত সমীক্ষা সংস্থা ‘গ্যালাপ’ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিশ্বের ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হওয়া ‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস’ রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হচ্ছে আফগানিস্তান। জনমত সমীক্ষায় অংশ নেওয়া সাধারণ মানুষ জানিয়েছেন, ২০২০ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০২১ সালে তারা বেশি মানসিক চাপ আর উদ্বেগের মধ্যে কাটিয়েছেন।
‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস’ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের এক হাজার মানুষের ওপর বিশেষ সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্নতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কিনা, তা জানতে চাওয়া হয়েছিল। সমীক্ষায় উঠে আসা ফলাফলের নিরিখে বাংলাদেশের স্কোর একশোর মধ্যে ৪৫। আর ৫৯ স্কোর করেছে আফগানিস্তান। রাজনৈতিক পালাবদলের পরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন কাবুলিওয়ালার দেশের বাসিন্দারা।
‘গ্যালাপের’ অন্তম অংশীদার জন ফ্লিনটফের মতে, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও মহামারীর কারণে সাধারণ মানুষের মধ্যে চাপ ও মানসিক অবসাদ বেড়ে চলেছে। গত এক দশক ধরেই জনমত সমীক্ষায় উঠে এসেছে যে, সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টি ক্রমশ বাড়ছে। সমীক্ষায় অংশ নেয়া প্রতি ১০ জনের মধ্যে তিনজন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চারজনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও রাগ (২৩ শতাংশ) অনুভব করার কথা জানিয়েছেন। সূত্র : নিউজ গ্যালাপ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন