শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ঈদে আরটিভিতে সাপলুডু’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিনেদান রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটি আরটিভিতে প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে। সিনেমাটি আমেরিকা ইউরোপসহ বিশ্বের প্রায় ১১টি দেশে প্রদর্শিত হয়। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। সিনেমাটিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। প্রযোজক হিসেবে রয়েছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। নির্বাহী প্রযোজক আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন