সিঙ্গাপুরের রাস্তায় এক নারী ও এক পুরুষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বুধবার সকালে শহরের বিচ রোডের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। প্রকাশিত এক মিনিটের ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একে অপরকে লাথি মারছে। এসময় দুইজনকে চিৎকার করতে শোনা যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকাল নয়টার দিকে ঘটনা সম্পর্কে জানাতে পারেন তারা। মনে করা হচ্ছে, ভিডিওটি পাশের কোনো ভবন থেকে ধারণ করা হয়েছে। এতে থামানো একটি গাড়ির মধ্যে থাকা পুরুষটিকে লক্ষ্য করে গালাগালির পাশাপাশি গাড়ির ওপর লাথি মারতে থাকেন ওই নারী। পরে গাড়ি থেকে বের হয়ে নারীকে থাপ্পড় মারেন ওই ব্যক্তি। এরপর গাড়ি নিয়ে সরে যেতে চাইলে ওই নারী ফের গাড়িতে লাথি মারেন। এতেক্ষুব্ধ হয়ে নারীকে আবার থাপ্পর মারেন ওই ব্যক্তি। স্ট্রেইট টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন