শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পঞ্চায়েত সদস্যসহ ৩ জনকে রাস্তায় ফেলে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

পঞ্চায়েত সহস্যসহ তিন জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে রাস্তায় লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুরে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার সকালে ওই সভায় যোগ দিতে যাচ্ছিলেন স্বপন মাঝি। তিনি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। স্বপনের সাথে ছিলেন ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার নামে দুই বুথ সভাপতি। তারা কচুয়া এলাকার পিয়ার পার্কের কাছে পৌঁছতেই দুর্বৃত্তরা পথ আটকে তিন জনকে খুব কাছ থেকে গুলি করে। এর পর তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্বৃত্তরা স্বপন ও তার দুই সঙ্গীর মাথা কেটে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গুলি এবং বোমার আওয়াজে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাস্তার পাশের জমি থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন