শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কোম্পানির খরচে ২ সপ্তাহের বালি ভ্রমণে সব কর্মচারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

যেকোনো প্রতিষ্ঠানের বা অফিসের উন্নতির পেছনে অক্সিজেন হিসেবে কাজ করে থাকেন কর্মচারীরা। আর পরিশ্রমী এসব কর্মীদের খুশি রাখতে বেতন বাড়িয়ে দেওয়াকেই অনেকক্ষেত্রে একমাত্র কর্তব্য বলে মনে করে থাকে অধিকাংশ কোম্পানি। তবে এবার যেটা হয়েছে, তা একেবারে অবিশ্বাস্য বলা যেতে পারে। এক বস, তার অফিসের কর্মচারীদের নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন স্পট বালি ভ্রমণে গেছেন, সেটিও আবার দুই সপ্তাহের জন্য এবং ভ্রমণের সকল খরচের দায়িত্ব নিজের কাঁধে নিয়েই। অফিসের সকল কর্মীকে নিয়ে ব্যতিক্রমী এই ভ্রমণের আয়োজন করা প্রতিষ্ঠানটির নাম স্যুপ এজেন্সি। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এই কোম্পানির কর্মীদের বালি ভ্রমণের একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, সিডনির বিপণন সংস্থা স্যুপ এজেন্সির কর্মচারীরা যখন শোনেন টানা ২ সপ্তাহে জন্য তাদেরকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীপে ছুটি কাটাতে নিয়ে যাওয়া হবে, তখন কর্মীদের অনেকেই বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না। এমন কোনো ঘটনা যে একেবারেই বিরল, তা বলাই বাহুল্য। আর সোশ্যাল মিডিয়ায় এর খবর ও ভিডিও ছড়িয়ে পড়তেই ওই বস এখন ‘বিশ্বের সেরা বস’ হিসেবে চিহ্নিত হয়েছেন। স্যুপ এজেন্সি নামের ওই সংস্থাটি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বালি ভ্রমণের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, কর্মচারীরা একসঙ্গে মর্নিং হাইকিং, কোয়াড বাইকিং, পুলের পাশে মজা, আড্ডা, যোগ-ব্যায়াম করছেন। অবশ্য অফিসের সবাই ভ্রমণে আসলেও কোম্পানির কাজ থেমে থাকেনি। বালিতে ভ্রমণের মধ্যেও হয়েছে জরুরি মিটিং। তবে অল্প-স্বল্প অফিসের কাজ করার পাশাপশি সময়টা উপভোগ করাই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়া তো আছেই। ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, বালি ট্রিপ শেষ, টিম হিসেবে এই প্রথম ওয়ার্কিং হলিডে। স্যুপ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর কাটিয়া ভাকুলেঙ্কো সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, ‘আমি মনে করি কর্মক্ষেত্রের জন্য সকলের একটি ভালো টিম তৈরি করা উচিত। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন