বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলের রিয়ালকে ছাড়িয়ে সেরা মুদ্রা রাশিয়ার রুবল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার মুদ্রা রুবলের মান কমতে শুরু করেছিল। তবে কিছুদিন ধরেই রুবলের মানের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে এক রুবলের মান বাংলাদেশি মুদ্রায় এক টাকা ৫১ পয়সা। তবে ৬২.১৩ রুবলে পাওয়া যাচ্ছে এক মার্কিন ডলার। ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর বিশ্বের সেরা পারফরম্যান্স করা মুদ্রা রুবল। দুদিনের সরকারি ছুটির পর মস্কো এক্সচেঞ্জ পুনরায় চালু হলে গত বুধবার ডলারের বিপরীতে রুবলের অগ্রগতি আবার শুরু হয়। ব্লুমবার্গের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরুর তুলনায় ডলারের বিপরীতে রুবলের মান ১১ শতাংশ বেড়েছে, রিয়ালের হিসেবে ৯ শতাংশ বেড়েছে রুবলের মান। তাছাড়া বিশ্বের ৩১টি প্রধান মুদ্রার মধ্যে শীর্ষ লাভকারী হয়ে উঠেছে রুবল। ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো, তার জেরে ক্রেমলিনের নেওয়া পদক্ষেপে রুবল লাভের দিকেই ধাবমান রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে আমদানিকারকদের রুবলে প্রাকৃতিক গ্যাস কেনার দাবি তোলে মস্কো। এখন দেখা যাচ্ছে ব্রাজিলের মুদ্রা রিয়ালের তুলনায় রুবল পারফরমার হিসেবে বেশি জনপ্রিয় হয়ে উঠছে। ব্লুমবার্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন