যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা ছাড়ার আগে সরকারি বাসভবনে তার বিয়ের জমকালো পার্টি দিতে চান। বরিস বর্তমানে সরকার ও দলে নজিরবিহীন চাপে আছেন। চাপের মুখে বৃহস্পতিবার দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এর মধ্যেই ক্যারি সিমন্ডসের সঙ্গে বিয়ে উদ্যাপনে জমকালো পার্টি আয়োজনের পরিকল্পনা করছেন বরিস। চলতি মাসের শেষ দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকারসে এ পার্টি করা হতে পারে। কনজারভেটিভ পার্টির দুটি সূত্রের মিরর, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন