ইহুদিবাদী ইসরাইল ২০২১ সালে ৭৮টি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কার্যালয় থেকে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রকাশিত তথ্য থেকে জানা যায়, এই সময়ে ইসরাইলের হাতে ৯৮২টি শিশু আহত এবং ৬৩৭টি শিশু আটক হয়েছে। ওই প্রতিবেদনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, ২০২২ সালে যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং অর্থবহ কোনো উন্নতি যদি না হয় তাহলে ইসরাইলকে কালো তালিকার অন্তর্ভুক্ত করা উচিত। ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে শিশু হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের নিকৃষ্ট রেকর্ড থাকার পরেও কখনো তাকে জাতিসংঘের তালিকাভুক্ত করা হয় নি। ২০২১ সালে শিশু অধিকার লংঘনের দায়ে জাতিসংঘ বিশ্বের ২১টি দেশকে অভিযুক্ত করেছে যাতে বলা হয়েছে ১৯ হাজার শিশু মারাত্মকভাবে হত্যা এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে চারটি আরব দেশ রয়েছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন