শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বৈশ্বিক বাণিজ্য সাড়ে ৭ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে : আঙ্কটাড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বিশ্ব বাণিজ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। কভিডের বিপর্যয় কাটিয়ে গত বছরের শুরু থেকেই ক্রমবর্ধমান রয়েছে বাণিজ্য। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মূল্যের হিসাবে বৈশ্বিক বাণিজ্য ৭ লাখ ৭০ হাজার কোটি ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৫ শতাংশ বা প্রায় ১ লাখ কোটি ডলার বেশি। চলতি বছরের বাকি সময়ে বাণিজ্য বাড়লেও দ্বিতীয় প্রান্তিক থেকে ধীর হতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সম্মেলনের (আঙ্কটাড) একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য ন্যাশনাল নিউজ। গ্লোবাল ট্রেড আপডেট শীর্ষক প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, জানুয়ারি-মার্চ সময়ে বিশ্বজুড়ে পণ্য ও পরিষেবা বাণিজ্য গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায়ও ২৫ কোটি ডলার বেশি ছিল। এ সময়ে পণ্য বাণিজ্য প্রায় ৬ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। যেখানে পরিষেবা বাণিজ্য বার্ষিক প্রায় ২২ শতাংশ বেড়ে ১ লাখ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। প্রথম প্রান্তিকে পণ্য বাণিজ্য উন্নয়নশীল ও উন্নত উভয় অর্থনীতিতেই এক বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। ন্যাশনাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন