তিন চাকার ৬ আসনের একটি অটোতে ২৭ জনকে বসিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এক অটোচালক। ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি উত্তরপ্রদেশের বিন্দি কোতওয়ালি থানা এলাকায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা অটোটি আটকে যাত্রীদের নামাচ্ছেন। কিন্তু একে একে ২৭ জন যাত্রী দেখে পুলিশ সদস্যরা অবাক হন। যাত্রীদের মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও ছিল। এক পথচারী ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। খবরে জানা যায়, পুলিশ কর্মকর্তারা স্পিড গান নিয়ে দায়িত্ব পালনের সময় ফতেহপুরের বিন্দকি কোতওয়ালি এলাকায় অটোরিকশাটি থামায়। অতিরিক্ত গতিতে চলতে থাকা অটোরিকশাটি ধাওয়া দিয়ে থামানো হয়। পরে চার গুণ বেশি যাত্রী দেখে তারা হতবাক হয়ে যায়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন