শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সন্তানকে গর্তে ছটফট করতে দেখেই অজ্ঞান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

থাইল্যান্ডের নাখোন নেয়োক প্রদেশে একটি গর্তে পড়ে ছটফট করছিল একটি হাতি শাবক। যত সময় যাচ্ছিল মা হাতির অস্থিরতা ততই বাড়ছিল। সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে একপর্যায়ে জ্ঞান হারায় মা হাতি। এলাকাবাসীর খবর পেয়ে ততক্ষণে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে চলে এসেছিলেন। তারা দেখেন মা হাতি জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। বিপদ বুঝেই কর্মীরা হাতিটিকে সিপিআর দেওয়া শুরু করেন। বনকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত চাপের কারণেই জ্ঞান হারিয়েছিল হাতিটি। যদিও পরে এটিকে সুস্থ করে তোলেন বনকর্মীরা এবং একই সাথে শাবকটিকেও উদ্ধার করেন। স্থানীয়রা সময়মতো খবর না দিলে হয়তো মা হাতিটি প্রাণ হারাত। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন