বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অবশেষে গ্রেফতার সেই মাদকসম্রাট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স ‘নারকোস : মেক্সিকো’ নামের একটি জনপ্রিয় সিরিজ রয়েছে। যাঁকে ঘিরে সিরিজটি নির্মাণ করেছিল নেটফ্লিক্স- মেক্সিকোর সেই মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেফতার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে কুইনটেরোর। বিবিসি শনিবার এ খবর জানায়। প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা-ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক এজেন্ট এনরিক ক্যামেরেনাকে হত্যার জন্য কুইনটেরো ২৮ বছর জেল খেটেছেন। এজেন্ট এনরিক হত্যার ঘটনায় মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। পরে ওই ঘটনা নিয়েই ‘নারকোস: মেক্সিকো’ নির্মাণ করে নেটফ্লিক্স। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে- সে দেশের উত্তরাঞ্চলের রাজ্য সিনোলায়া থেকে কুইনটেরোকে গ্রেফতার করা হয়েছে। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার এজেন্টকে নির্যাতন ও হত্যায় অভিযুক্ত কুইনটেরোকে গ্রেপ্তারের পর মেক্সিকোর চোইক্স শহরে বন্দি রাখা হয়েছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে- ম্যাক্স নামের একটি ‘গোয়েন্দা কুকুর’ কুইনটেরোকে ঝোপের মধ্যে খুঁজে পায়। এদিকে, কুইনটেরোর দ্রুত প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কুইনটেরোর গ্রেফতার হওয়াকে ‘অনেক বড় বিষয়’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের লাতিন আমেরিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুয়ান গঞ্জালেজ। মেক্সিকোতে ‘গুয়াদালাজারা’ নামের একটি কুখ্যাত মাদক পাচার চক্র রয়েছে। যে তিন জন চক্রটির প্রতিষ্ঠাতা, তাঁদের মধ্যে কুইনটেরো অন্যতম। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন