বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ কোটি ডলার সহায়তা ফিলিস্তিনের স্বাস্থ্য খাতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

ফিলিস্তিনের স্বাস্থ্যখাতে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির রাজধানী পূর্ব জেরুজালেমের বৃহত্তম হাসপাতাল অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালসহ প্রধান ৬টি হাসপাতালের উন্নয়নবাবদ এই সহায়তা দেওয়া হবে। পূর্ব জেরুজালেমের এই ছয়টি হাসপাতাল দেশটির স্বাস্থ্যসেবা খাতের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এসব হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত হাসপাতাল হলো অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে বসবাসকারী লোকজন ক্যান্সারের চিকিৎসা ও কিডনি জটিলতা সারাতে মূলত এই হাসপাতালটির ওপরই নির্ভর করেন। বুধবার মধ্যপ্রাচ্যের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ত্যাগ করেন বাইডেন। চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ইসরাইল, ফিলিস্তিন ও সউদী আরব সফরের কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে শুক্রবার ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমের অগাস্টা হাসপাতাল পরদর্শনে আসেন তিনি। সেখানেই উপস্থিত সাংবাদিকদের সামনে এই সহায়তার ঘোষণা দেন। ২০১৮ সালের আগ পর্যন্ত প্রতি বছর ফিলিস্তিনকে স্বাস্থ্য সহায়তা বাবদ আড়াই কোটি ডলার দিত যুক্তরাষ্ট্র। জো বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ২০১৮ সালে এই সহায়তা বন্ধ করে দেয়। তারপর থেকেই তহবিল সংকটে পড়ে ফিলিস্তিনের হাসপাতালগুলো। ফলে, চিকিৎসা সেবাও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা খাতে তহবিল সংকট দিন দিন বাড়ছে। গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন