শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ নিষেধাজ্ঞায় জাপানের ৩৮৪ পার্লামেন্ট সদস্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের পার্লামেন্টের ৩৮৪ জন সদস্য। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যারা বন্ধুসুলভ নয় বা রাশিয়াবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে টোকিও রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফ্রিজ করতে জি৭-এ যোগ দিয়েছে জাপান। এদিকে জাপান ১০ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে ইউক্রেনের সাথে একটি চুক্তিতে সই করেছে। এ ছাড়া এশিয়ার এ দেশটিতে যুদ্ধের কারণে পালিয়ে আসা ইউক্রেনীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলেও হামলা শুরু করেছে রাশিয়া। ১৪ জুলাই ভিনৎসিয়া শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২৩ জন। এই হামলায় বেশ কয়েকজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনবিসি জানায়, আহত হয়েছেন ১১০ জন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইউক্রেনের সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধে টিকতে না পেরে বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে রাশিয়া। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন