শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আত্মহনন প্রতিরোধে মার্কিন হটলাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম দেশব্যাপী তিন-সংখ্যার মানসিক স্বাস্থ্য সংকট হটলাইন চালু করলো যা মানসিক স্বাস্থ্যের জরুরি অবস্থা বা আত্মহত্যার চিন্তার সম্মুখীন ব্যক্তিদের প্রশিক্ষিত পরামর্শদাতাদের সাথে দ্রুত সংযোগ স্থাপন করবে। দ্য সাবস্ট্যান্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (এসএএমএইচএসএ) জানিয়েছে, শনিবার থেকে ৯-৮-৮ নম্বরটি আত্মহত্যা ও জীবনের সংকটময় মুহূর্তে ব্যবহার করা যাবে। ঝুঁকিপূর্ণ জীবনে মানুষের আরও যত্ন নেয়ার জন্য এই ব্যবস্থা বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক সেক্রেটারি জেভিয়ের বেসেররা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা চালু করছি যেটি সেটি ৯৮৮ লাইভলাইন হবে। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রত্যেক গভর্নর ও অঙ্গরাজ্যকে পাশে চান তারা। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন