শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সেতু নয় যেন দাবার বোর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

সেতুর রঙ দেখলে অবাক হবেন যে কেউ। কারণ সেতুটি সাজানো হয়েছে দাবার বোর্ডের আদলে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এমন সেতু দেখা গেছে ভারতের চেন্নাইতে। মূলত চেন্নাইয়ে ৪৪তম দাবা অলিম্পিয়াডের আসর বসতে যাচ্ছে। চেন্নাইয়ের মহাবলিপুরমে আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। সে উপলক্ষেই শহরের নেপিয়ার সেতুকে দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়েছে। চেন্নাইয়ের নেপিয়ার সেতুর নতুন এই সাজের ভিডিও টুইট করেন ভারতের আইএএস অফিসার সুপ্রিয়া সাউ। গাড়ির ভেতর থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই আইএএস অফিসার লেখেন, ‘ভারতের দাবার রাজধানী চেন্নাই ২০২২ সালের দাবা অলিম্পিয়াড আয়োজনে তৈরি। সেই কারণে শহরের বিখ্যাত নেপিয়ার সেতুকে দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়েছে।’ ভিডিওটি দেখে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই যেমন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তেমনি কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি দিন কয়েক পরে এর উপরে কোনো কমলা রঙয়ের প্রলেপ পড়ে যাবে না।’ অর্থাৎ পান মশলা খেয়ে যে সেতুর উপরে কেউ পিক ফেলে নোংরা করতে পারেন, সেই আশঙ্কাই প্রকাশ করা হয়েছে। আবার কেউ কেউ সেতুর উপরে এই ধরনের সাজকে বিপজ্জনক বলে মত প্রকাশ করেছেন। কারণ এই ধরনের রঙয়ের প্রলেপের ফলে গাড়ির চালকদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন