শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শামুকও ভয়ঙ্কর হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

বৃষ্টি হলেই দেখা মেলে পোকামাকড়সহ নানা ধরনের প্রাণীর। সেগুলোর মধ্যে অন্যতম শামুক। আপাত দৃষ্টিতে শামুক খুবই ধীর গতির একটি প্রাণী। কিন্তু মাঝে মাঝে এগুলো বেশ ভয়ানকও হতে পারে। সম্প্রতি লন্ডনে বৃষ্টিভেজা দিনে রাস্তায় ঘুরে বেড়ানো শামুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেটি ছিল আফ্রিকান স্থলশামুক, যেটিকে বিপজ্জনক বলে মনে করা হয়। এই জাতের শামুক মূলত কাউকে কামড়ায় না। কিন্তু তারা নিজেদের সঙ্গে মারাত্মক পরজীবী নিয়ে ঘুরে বেড়ায়। লন্ডন ব্রিজ রেলস্টেশনের কাছে জেমি লি ম্যাকঅ্যাভয় নামে এক ২০ বছরের যুবক এই প্রজাতির বেশ কয়েকটি শামুক প্রথম দেখেন। এগুলো দেখতে অন্যান্য শামুকের তুলনায় বিশাল আকারের। প্রত্যক্ষদর্শীদের মতে, এই শামুকগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় আট ইঞ্চি। শামুকগুলোকে বাসস্ট্যান্ডের কাছে একটি ময়লার সবজির ব্যাগের মধ্যে দেখা যায়। এদের আফ্রিকান স্থলশামুক বলা হয়। জানা গেছে, এই শামুকের ভেতরে ম্যালুস্কাস নামে একটি পরজীবী বাস করে। এটি বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক প্রজাতির মধ্যেই পড়ে। পরজীবী নিয়ে ঘুরে বেড়ানো এই শামুকগুলো মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রাণহানির আশঙ্কাও থাকে। এতে মেনিনজাইটিসও হতে পারে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন