বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় উড়োজাহাজের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

আবারও ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ পাকিস্তানের মাটিতে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় পাইলট কারিগরি ত্রুটির কথা জানানোর পরে ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দরাবাদগামী ইন্ডিগোর ফ্লাইট পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করে। খবর সংবাদ সংস্থা রয়টার্সের। করাচি বিমানবন্দরে নামার পরেই ভারতের সর্ববৃহৎ এয়ারলাইনের ফ্লাইটটি পরীক্ষা করা হয়। জানা গেছে, সেখানে আটকে থাকা যাত্রীদের আনতে করাচিতে বিকল্প ফ্লাইট পাঠাচ্ছে ইন্ডিগো। গত দুই সপ্তাহে দ্বিতীয় বারের মতো ভারতীয় উড়োজাহাজ নামল পাকিস্তানের মাটিতে। এর আগে গত ৯ জুলাই স্পাইসজেটের একটি ফ্লাইটের জ্বালানি ট্যাংকের সমস্যা তৈরি হওয়ায় বড় বিপত্তি তৈরি হয়েছিল। পাইলট উড়োজাহাজের জ্বালানি ট্যাংকের ত্রুটি টের পেতেই স্পাইসজেটের দিল্লি-দুবাই রুটের ফ্লাইটটিকে করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়। স্পাইসজেটের পরপর বেশ কয়েকটি ফ্লাইটে একাধিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় প্রশ্নও ওঠে। এয়ারলাইনটির ফ্লাইটে যাত্রী সুরক্ষা নিয়েই নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। শেষে গত ৬ জুলাই, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ১৯ জুন থেকে তাদের ফ্লাইটে পরপর কমপক্ষে আটটি কারিগরি ত্রুটির জেরে কারণ দর্শানোর নোটিশ ধরায় স্পাইসজেটকে। ডিজিসিএ গত বৃহস্পতিবারের ওই ঘটনার তদন্ত করছে। এর আগে ইন্ডিগো দিল্লি-ভাদোদরা রুটের ফ্লাইটও জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। উড্ডয়নের পর ওই ফ্লাইটের ইঞ্জিনেও আচমকা কম্পন অনুভূত হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন