শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিদেশি হস্তক্ষেপ শান্তির পথে বড় বাধা

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলেছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে আগ্রাসী দেশগুলোর অব্যাহত হস্তক্ষেপই শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। রাজনৈতিক পরিষদ শনিবার এক বিবৃতিতে বলেছে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তরিক ইচ্ছা এবং আগ্রাসন বন্ধের বাস্তব পদক্ষেপ নেয়ার প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনের ওপর থেকে আগ্রাসী দেশগুলোর অবরোধ তুলে দিতে হবে, দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং যুদ্ধের সমস্ত প্রভাব বিনষ্ট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আগ্রাসীরা অবরোধ কার্যকর করেই যাচ্ছে এবং হুদাইদা বন্দরে জ্বালানি ও পণ্যবাহী জাহাজ ভিড়তে বাধা দিচ্ছে না। সউদী আরব সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিমানের জন্য নিজের আকাশ উন্মুক্ত করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ। পরিষদ আরো বলেছে, সউদী আরব ইসরাইলি শত্রুদের জন্য তার আকাশসীমা খুলে দিচ্ছে অথচ আমাদের জন্য তাদের আকাশসীমা এবং বিমানবন্দর বন্ধ রাখছে। আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সউদী আরব এই অপরাধ ঘটিয়ে চলেছে। সউদী আরব এমন এক শত্রুর সঙ্গে সহযোগিতা করছে যারা সমস্ত মানবিক মূল্যবোধ এবং মানবাধিকারের আইন ও ঘোষণা অস্বীকার করে। ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন