শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দু’জনকেই খুন করলেন স্বামী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। মনে করতেন, স্ত্রীর সঙ্গে কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। পরে তার সন্দেহ হয়, নিজের ভাইয়ের সঙ্গেই পরকীয়া করছেন স্ত্রী। এই সন্দেহ থেকেই ক্রোধ জন্মায় স্বামীর মনে। আর সেই ক্রোধের বশে স্ত্রী এবং নিজের ভাইকে খুন করেছেন সেই ব্যক্তি। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকিতে। এদিকে স্ত্রী ও নিজের ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এছাড়া অভিযুক্ত ওই ব্যক্তি নিজের বাবাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রী এবং ভাইকে হত্যা করা ওই ব্যক্তির নাম বিজয় কুমার শুক্লা। তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। স্ত্রীকে খুন করার পরছোট ভাই অজয় শুক্লার (২৭) সঙ্গে তর্ক হয় তার। তখন তাকেও কুপিয়ে খুন করেন তিনি। পরে বাবা নারায়ণ শুক্লার (৬৫) সঙ্গেও ঝামেলা হয় বিজয় কুমার শুক্লার। একপর্যায়ে বাবার ওপর গুলিবর্ষণ করেন তিনি। পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করেছিলেন। এরপর ছাদে উঠে নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন