সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জামাল খাশোগির আইনজীবী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

সাংবাদিক জামাল খাশোগির আইনজীবীকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত। আসিম গাফুর একজন মার্কিন নাগরিক এবং দেশটির একজন নাগরিক অধিকার বিষয়ক অ্যাটর্নি। তিনি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন। তাকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করে আমিরাত কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে ডন। খবরে জানানো হয়, এক অর্থ পাচার মামলায় শুনানিতে অনুপস্থিত থাকার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। দুবাইতে ট্রানজিট নেয়ার সময় গত ১৪ই জুলাই তাকে আটক করে দেশটির পুলিশ। মার্কিন কর্তৃপক্ষ এরইমধ্যে জানিয়েছে, এই গ্রেফতারের বিষয়ে তারা অবগত রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই গ্রেপ্তারের সঙ্গে খাশোগি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আমিরাত সূত্র। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সউদী কনস্যুলেটে নৃশংসভাবে হত্যা করা হয় খাশোগিকে। মার্কিন গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ওই মামলা নিয়েই লড়েছিলেন গাফুর। তাকে গ্রেফতার নিয়ে একটি বিবৃতি দিয়েছে ‘ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ’ বা ডন। এতে বলা হয়, গাফুর ইস্তাম্বুলে তার পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিমানে উঠেছিলেন। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন