সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউ ও আজারবাইজান জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৭:৪৪ পিএম

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেয়েন সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রেসিডেন্ট আলিয়েভের সাথে বৈঠক করেন। বৈঠকে দু’পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ ও ইউরোপে আজারবাইজানের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বাড়ানোর ব্যাপারে একমত হয়।

আজারবাইজানের প্রেসিডেন্টভবনের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ অনুসারে, আলিয়েভ এ দিন সফররত ভন ডের লেয়েনের সাথে আলোচনা করেন এবং দু’পক্ষের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত অংশীদারিত্বসংশ্লিষ্ট সমঝোতা-স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

ভন ডের লেয়েন পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, উভয় পক্ষই "দক্ষিণ গ্যাস করিডোর" প্রকল্পের সরবরাহ-ক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, প্রকল্পটি প্রতিবছর ইউরোপে ৮ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে এবং আগামী কয়েক বছরে গ্যাস সরবরাহ প্রতিবছর ২০ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি পাবে।

আগামী বছর এ প্রকল্পের গ্যাস সরবরাহ-ক্ষমতা ১২ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাবে। এতে রুশ প্রাকৃতিক গ্যাসের ওপর ইইউ-র নির্ভরতা কমবে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন