বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সীমান্ত থেকে ৪২ কেজি অবৈধ সোনা উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৬:৪৪ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর পরিমাণে বেআইনি সোনা উদ্ধার করেছে বিএসএফ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ইছামতী নদীর পাড় থেকে পাঁচটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, এর আগে কখনো এত বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়নি। মোট ৪১ দশমিক ৪৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারদর ভারতীয় মুদ্রায় আনুমানিক ২১ কোটি ২২ লাখ রুপি।
উদ্ধার সোনার মধ্যে রয়েছে ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার, একটি সোনার মুদ্রা। এ ছাড়াও চারটি মোবাইল ফোন, একটি দেশি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন