মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দামের ঊর্ধ্বমুখিতায় বাড়ি বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

চলতি বছরের জুনে টানা পঞ্চম মাসে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি কমেছে। বন্ধকি ঋণহারের পাশাপাশি দাম বাড়ায় বাড়ি বিক্রিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য বলছে, মে মাসের তুলনায় গত মাসে বাড়ি বিক্রি কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় জুনে বাড়ি বিক্রি কমার হার ১৪ দশমিক ২ শতাংশ। বিক্রি কমার জন্য বাড়ির দাম বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আবাসন খাত একটি অন্যতম প্রধান নির্দেশক। তবে বন্ধকি ঋণের হার বাড়ার কারণে বাড়ি কিনতে অনাগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের মধ্যে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন