রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত ব্যানন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দুইটি ধারায় দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। ক্যাপিটল দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেসীয় কমিটিকে অসহযোগিতা করায় গত বছর অভিযুক্ত হয়েছিলেন ৬৮ বছরের ব্যানন। হোয়াইট হাউজের সাবেক প্রধান কৌশলবিদ ব্যানন বলে আসছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার সময়ে তিনি ছিলেন ট্রাম্পের বেসরকারি উপদেষ্টা। দোষী সাব্যস্ত হওয়ায় এখন তিনি দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই লাখ ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন। আদালতের বাইরে সাংবাদিকদের সাথে আলাপের সময় ব্যানন আপিলে এই মামলা উল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আইনজীবীরা বলছেন তারা ‘বুলেট-প্রুফ আপিল’ করবেন। ব্যানন বলেন, আজ এখানে লড়াইয়ে হয়তো আমরা হেরে গেলাম, কিন্তু এই যুদ্ধে আমরা হারবো না’। আগামী ২১ অক্টোবর তার বিরুদ্ধে দণ্ড ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা যুক্তি দিয়েছেন ব্যানন নিজেকে ‘আইনের ঊর্ধ্বে’ ভেবে কংগ্রেসীয় কমিটির ‘বাধ্যতামূলক’ আইনি সমন উপেক্ষা করেছিলেন। ওই কমিটি ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় আইনি লংঘন তদন্ত করছিল। প্রসিকিউটর মোলি গ্যাসটন তার সমাপনী বক্তব্যে বলেন, ‘আমাদের সরকার কেবল তখনই কাজ করে যখন মানুষ দেখে, এটি কেবল তখনই কাজ করে যখন মানুষ নিয়ম মেনে খেলে, এবং এটি তখনই কাজ করে যখন মানুষ দায়বদ্ধ হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন