বাহামার নিউ প্রভিডেন্স দ্বীপ উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। এরা সবাই হাইতির নাগরিক। খবর আল-জাজিরার।
রোববার (২৪ জুলাই) নৌকাডুবির খবর পেয়ে উদ্ধারকারীরা ১৭টি মৃতদেহ করে। এদের মধ্যে এক শিশুও রয়েছে। এসময় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
প্রতিবছর ক্যারিবিয়ান দেশটির দলীয় সংঘাত ও দারিদ্রতা কারণে ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে এভাবে প্রাণ হারান বহু মানুষ।
বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেন, কর্তৃপক্ষ ধারণা করছে যে স্পিড বোডে এরা সবাই যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।
পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, ৬০জনের অধিক লোক ওই নৌকায় ছিল এবং যাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন