শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চার গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করল মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৬ এএম

জোরপূর্বক ক্ষমতায় বসার পর প্রথমবার মিয়ানমারের চার গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সামরিক সরকার। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, সাবেক এমপি ফিও জেয়া থাও, লেখক ও কর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর। গত জুনে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিলেন সামরিক আদালত। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার - গণতন্ত্রপন্থী ব্যক্তিত্ব, সশস্ত্র জাতিগত গোষ্ঠীর প্রতিনিধি এবং এনএলডি সদস্যদের সমন্বয়ে গঠিত জোট। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডে আমরা অত্যন্তত মর্মাহত এবং দুঃখিত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নির্দেশনা, ব্যবস্থা ও ষড়যন্ত্রের দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে তাদের কখন, কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর হলো তা স্পষ্ট করেনি জান্তা সরকার ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি। মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে ৫৩ বছর বয়সী কো জিমি রয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন