স্ত্রী চাকরি করবে, এটা এখনো মানতে পারেন না ভারতীয় পুরুষরা। তেমনটাই দাবি করা হয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষার ফলে। পাত্র-পাত্রীর সন্ধান দেওয়ার বিভিন্ন ওয়েবসাইটে সবার গতিবিধির ভিত্তিতেই মূলত চালানো হয়েছে সমীক্ষা। তাদে দেখা গেছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন নারীর প্রফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যেসব নারী কর্মরত নন। সমীক্ষায় আরো দেখা গেছে, যে সকল নারী কোনো দিনও বাইরে গিয়ে কাজ করেননি, তাদের প্রফাইল ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয়। ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন কর্মরতদের প্রফাইলে যান। অন্যরা যানই না। যারা কর্মরত নারীদের প্রফাইলে যান, তারাও খুব একটা কথা এগিয়ে নেন না। এরপর পছন্দের তালিকায় রয়েছেন সেই নারীরা, যারা বিয়ের পর চাকরি ছেড়ে দিতে রাজি। সেই সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারী ৪০ বছরের মধ্যে বিয়ে করে ফেলেন। তাদের কেউ কেউ বিয়ের আগে নিজেদের কাজ নিয়ে মেতে থাকলেও সংসার করার পর সেদিকেই মন দেন। এমন নারীদেরও পছন্দ করেন পুরুষরা। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন