শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৬টি রুশ হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করল ফিলিপাইন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১০:০৫ এএম

রাশিয়ার কাছ থেকে ১৬টি হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে ফিলিপাইন। মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা থেকে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। বুধবার ফিলিপাইনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
ফিলিপাইনের সাবেক প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেঞ্জানা বলেছেন, ২২৭ মিলিয়ন ডলারে রাশিয়ার কাছ থেকে এমআই-১৭ হেলিকপ্টার কেনার চুক্তি ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।
গত মাসে মেয়াদ শেষ হওয়ার আগে হেলিকপ্টার কেনার চুক্তি অনুমোদন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।
লরেঞ্জানা আরও বলেছেন, মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত। যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সেনাবাহিনীকে কাছাকাছি মানের হেলিকপ্টার দিতে পারে। সূত্র: রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন