শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নতুন কেউ জ্বরে আক্রান্ত হয়নি উত্তর কোরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

চলতি বছরের মে মাসের মাঝামাঝির পর এই প্রথমবার কোনো ব্যক্তি নতুন করে জ্বরে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এর আগে মে মাসে করোনাভাইরাস মহামারি ব্যাপক হারে সে দেশে ছড়ানোর খবর বেরিয়েছিল। করোনার বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিয়েছিল কিম জং উনের দেশ। স্থানীয় সময় শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ‘জ্বরে’ কোনো ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। মে মাসের মাঝামাঝি থেকে জ্বরের রোগী শূন্য দিন পারের প্রথম ঘটনা সে দেশে ঘটল। উত্তর কোরিয়ায় প্রায় ৪৮ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯৯.৯৯ শতাংশ রোগী এরই মধ্যে সুস্থ হয়েছে। রোগীদের মধ্যে ৭৪ জন মারা যাওয়ার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। সেই হিসেবে দেশটিতে জ্বরে মারা যাওয়ার হার ০.০০১৬ শতাংশ। উত্তর কোরিয়া জ্বর বললেও বিশেষজ্ঞদের ধারণা, করোনাভাইরাসকেই উত্তর কোরিয়া জ্বর হিসেবে উল্লেখ করেছে। বিশ্বে করোনায় যে মৃত্যুর হার, সে তুলনায় উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যুর হার সর্বনিম্ন। সিউলের হ্যানিয়াং ইউনিভার্সিটির মেডিক্যাল স্কুলের অধ্যাপক শিন ইয়ং বলেছেন, এত কম মৃত্যুর হার হওয়াটা প্রায় অসম্ভব। তিনি আরো বলেছেন, পরীক্ষার সক্ষমতার অভাবের কারণে এমনটা হতে পারে। তা ছাড়া যেসব বৃদ্ধরা বাড়িতেই করোনায় মারা গেছেন, তাদের গণনা না করার কারণেও এটি ঘটে থাকতে পারে। সঠিক তথ্য উঠে এলে এই হার বেশি হতো বলেও মনে করেন তিনি। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন