বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনা তেল ট্যাঙ্কারের ‘ডার্ক’ বহর সমুদ্রে রাশিয়ান অশোধিত পণ্য নিয়ে কাজ করে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

একটি চীনা গ্রুপ ‘ডার্ক’ ট্যাঙ্কার ব্যবহার করে মধ্য-আটলান্টিকে রাশিয়ান তেল গ্রহণ করছে। বিশ্লেষকরা বলেছেন যে, চীনের বন্দর শহর দালিয়ানে অবস্থিত একটি অজ্ঞাত সত্তা পর্তুগিজ উপকূল থেকে প্রায় ৮৬০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক পানিসীমায় একটি ‘পরিবহন কেন্দ্র’ তৈরি করতে সুপার-সাইজ ভ্যাসেলের একটি গুচ্ছ কিনেছে। নৌ গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্টের একটি প্রতিবেদন অনুসারে, দালিয়ান গত তিন মাসে অন্তত পাঁচটি ‘পুরানো’ ট্যাঙ্কার কিনেছে এবং সেগুলো এখন তেল পরিবহনে ব্যবহার করা হচ্ছে। এটি বাল্টিক এবং ব্ল্যাক সাগর বন্দরে লোড করা রাশিয়ান তেলের চালান একত্রিত করতে ব্যবহৃত হয় বলে অভিযোগ করা হয়, যা পরে চীনসহ গন্তব্যে স্থানান্তরিত হয়। ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে চীন রাশিয়ার তেলের প্রধান আমদানিকারক হয়ে উঠেছে। এখন চীনের বৃহত্তম তেল ব্যবসায়িক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে সউদী আরবের পরিবর্তে রাশিয়া। রাশিয়ার ইউরাল ব্লেন্ড তেল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তুলনায় একটি খাড়া ডিসকাউন্টে ব্যবসা করছে, কারণ অনেক কোম্পানি দেশটিকে এড়িয়ে চলছে। ইউরাল মিক্স পরিবহনকারী রাশিয়ার জাহাজ, যা গ্যাজপ্রম এবং লুকোইলের মতো কোম্পানির চার্ট করা হয়, ট্র্যাকিং এড়াতে ঘন ঘন স্বয়ংক্রিয় সনাক্তকরণ সিস্টেম সংকেত বন্ধ করে দেয়। এটি এমন একটি প্রক্রিয়া যা ‘অন্ধকার’ নামে পরিচিত। জাহাজ থেকে জাহাজে স্থানান্তর সাধারণত অবৈধ পণ্যসম্ভারের প্রকৃতি বা গন্তব্য গোপন করতে ব্যবহৃত হয়। একই ধরনের কৌশল সাম্প্রতিক বছরগুলোতে ভেনিজুয়েলা এবং ইরান থেকে নিষিদ্ধ তেল বহনকারী জাহাজে ব্যবহার করা হয়েছে। বিশ্লেষক মাইকেল ওয়াইজ-বকম্যান বলেছেন, ‘জাহাজ থেকে জাহাজে স্থানান্তর এখন নিয়মিতভাবে রাশিয়ান-উৎস অশোধিত তেলের জন্য ব্যবহৃত হয়, কারণ নিষেধাজ্ঞা এবং স্ব-নিষেধাজ্ঞাগুলো তেল বাণিজ্যকে পুনরায় ক্রমাঙ্কিত করে এবং তেল ইউরোপ থেকে এশিয়ায় সরিয়ে দেয়’, বলেছেন বিশ্লেষক মাইকেল ওয়াইজ-বকম্যান। সূত্র : দ্য টেলিগ্রাফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন