মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববি পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মক্কায় পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। এর আগে ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন কাবার গিলাফ পরিবর্তন করা হতো। কিন্তু এবার হজের সময়ে ঐতিহ্য বা রেওয়াজ অনুযায়ী ৯ জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি।
আরব নিউজের খবরে বলা হয়েছে, এবার রেওয়াজের ব্যতিক্রম করা হচ্ছে, কারণ সউদী আরব সরকার হিজরি সনকে গুরুত্ব দিয়ে গিলাফ পরিবর্তন করার কথা আগেই জানিয়েছিল। হজের মূল আনুষ্ঠানিকতার দিনই হাজিদের উপস্থিতিতে গিলাফ পরিবর্তন করা ছিল দীর্ঘকালের রেওয়াজ।
১ মুহাররম গিলাফ পরিবর্তনের ঘোষণা সউদী আরবের সরকারি ওয়েবসাইটে, বিশেষ করে দুই প্রধান মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিল। সূত্র : আরব নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন