শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জরুরি অবস্থা ৬ মাস বেড়েছে মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়ার আরও ছয় মাস বাড়াতে যাচ্ছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ‘সর্বসম্মতভাবে সমর্থন’ করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন। গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর জান্তা প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে। জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জরুরি অবস্থাও ২০২৩ সালের আগস্টের মধ্যে তুলে নেওয়া হবে। তবে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে দেশটিতে সংশয় দেখা দিয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন