শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৯৭টি প্রত্নবস্তু ফিরে পাচ্ছে নাইজেরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১০ এএম

সেই ১৮৯৭ সালের কথা।আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকে বহু প্রত্নতাত্ত্বিক বস্তু লুট করে নিয়ে যায় ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী। দীর্ঘ ১২৫ বছর পর সেগুলোর মধ্য থেকে ৯৭টি বস্তু ফেরত পেতে যাচ্ছে নাইজেরিয়া। জানা গেছে, নাইজেরিয়ার বেনিন শহর থেকে লুট করা হয়েছিল বস্তুগুলো। বর্তমানে অক্সফোর্ডের পিট রিভার্স ও অ্যাশমোলিয়ান জাদুঘরে সংরক্ষিত আছে। নাইজেরিয়ার জাদুঘর কমিশনের এই দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি কাউন্সিল। এক বিবৃতিতে অক্সফোর্ড জানিয়েছে, নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়াম অ্যান্ড মনুমেন্টস (এনসিএমএম) ৯৭টি বস্তু ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পিট রিভার্স জাদুঘরের কাছে। ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন